সিমসনের ভবিষ্যৎবাণী: কাকতালীয় নাকি সত্যিই লুকানো রহস্য?
ভাবুন তো যদি আপনার সামনে এমন এক কার্টুন সিরিজের কথা বলা হয় যা দশকের পর দশক ধরে এমন সব ঘটনা দেখিয়ে আসছে যা পরবর্তীতে হুবহু বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে যেন পৃথিবী নিয়ন্ত্রিত হয় এই কার্টুনের মাধ্যমেই একটা সাধারণ কার্টুন কি করে আগে থেকেই এত কিছু জানতো কিভাবে নাইন ইলেভেন এর হামলা থেকে শুরু করে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এমনকি লস এঞ্জেলস এর দাবানল পর্যন্ত তারা পূর্বাভাস দিয়েছিল এগুলো কি নিছো কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন গোপন সত্য যদি সিমসনের ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে থাকে তাহলে 2025 এ আমাদের জন্য কি কি অপেক্ষা
করছে কি হতে চলেছে আগামী বিশ্বে আজ আমরা সেই রহস্যের জগতের পুরোটাই এক্সপ্লোর করব যেমনিভাবে গত কয়েক বছর ধরে আপনি সহ আরো লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলী এক্সপ্লোর করতে করতে মায়াজ্জালাজ পরিণত হয়েছে 10 মিলিয়ন তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে সেই সাথে অর্জন করেছি আপনাদের অকৃত্রিম ভালোবাসা এই ভালো ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মত করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিং এর মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে আপনাদের অনুরোধ দেশ ও পৃথিবীর বর্তমান অবস্থা প্রিভিয়াস স্টুডেন্টদের দারুণ সফলতাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে প্রচন্ড আগ্রহী পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং সিক্রেটস ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভিন্ন ভিন্ন নিষে মায়াজালের মত ইনফোগ্রাফিক কন্টেন্ট এবং প্রফেশনাল ক্যামেরা কন্টেন্টের আইডিয়া জেনারেশন প্রপার প্ল্যানিং স্ক্রিপ্টিং প্রিমিয়াম
ভয়েস ক্যাপচারিং শুটিং প্রফেশনাল এডিটিং ডিফারেন্ট প্লাটফর্মে পাবলিশিং এসইও এবং র্যাংকিং ফ্যাক্টরস কম্পিটিটর এনালাইসিস এবং গ্যাপ ইউটিলাইজেশন গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশন সহ প্রফেশনাল ভিডিও মার্কেটিং এর আদ্যপ্রান্ত শিখবো 52 টা মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে গত দু বছরে নতুন করে যেসব পরিবর্তন এসেছে সেগুলো শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে সেই সাথে আপনাদের একজনের সাথে আমি আমার নিজের সব সিক্রেট গুলো গুলো শেয়ার করবো আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো নলেজ ইউটিলাইজ করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ তবে এই সবকিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে থাকা লিংক ভিজিট করতে পারেন তো চলুন ফিরে যাই সিমসনের রহস্যময় জগতে যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখা প্রায় মুছে গেছে লস এঞ্জেলস এর ভয়াবহ দাবানল হাজার হাজার একর জমি বশীভূত হয়ে গেছে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আকাশ ঢেকে গেছে ধোঁয়ায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দৃশ্য আজকের না বরং নয় বছর আগেই সিমসনে দেখানো হয়েছে 25 সেপ্টেম্বর 2016 একটা পর্বে দেখা যায় একটা আমেরিকান শহর কোন অজানা কারণে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা আকাশ ছুঁয়েছে বাতাসে শুধু ধোঁয়া আর ছাই উঠছে এবং আজ যখন লস এঞ্জেলস এর দাবানলের পর আকাশ থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করা হয় তখন সবাই হতভম্ব সেই বাস্তব দৃশ্য হুবহু মিলে গেছে সিমসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সঙ্গে এটা কি নিছকি কাকতালিও নাকি সত্যিই সিমসন জানতো যে একদিন এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে আর যদি জানতোই তাহলে তারা কিভাবে জানলো রহস্য এখানেই শেষ না 2017 সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের
রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছেন ছবিটা যেন কোন সাইন্স ফিকশন দৃশ্যের মতোই অদ্ভুত কিন্তু চমক এখানেই শেষ না এটা আসল ঘটনা ঘটার 15 বছর আগেই সিমসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল 2002 সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা আলো জ্বলতে থাকা গোলকের উপরে হাত রেখেছেন এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব এই ঘটনার মতো এবার জানবো লন্ডনের আকাশচুম্বি ভবনের রহস্য সম্পর্কে লন্ডনের বিখ্যাত বিগব্যান্ড টাওয়ারের পাশে একটা বিশাল শঙ্কু আকৃতির স্কাই স্ক্রাপার দাঁড়িয়ে আছে যা সবাই চেনে দ্যা শার্ট নাম কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই ভবনটা নির্মিত হওয়ার 17 বছর আগেই 1995 সালে সিমসনের একটা পর্বে এটা দেখানো হয়েছিল সেই সময় লন্ডনে এই ধরনের কোন স্কাই স্ক্রাপার ছিল না কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় বিগব্যান টাওয়ারের ঠিক পেছনে একটা বিশাল কাচের মত দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে বাস্তব এপিসোড প্রচারের 14 বছর পর 2009 সালে লন্ডনে তার শার্ট টাওয়ার নির্মাণ হয় এবং 2012 সালে এটা উদ্বোধনও করা হয় ঠিক সেই একই আকৃতির ভবন যেটা সিমস দেখানো হয়েছিল প্রশ্ন হলো
সিমসন কিভাবে জানতো এত বছর পর ঠিক এই জায়গায় এমন একটা ভবন নির্মাণ করা হবে এবার এমন একটা ঘটনা বলবো যা শুধু অবিশ্বাস্য না বরং অনেকটা ভবিষ্যৎ দেখতে পারার মতো 1998 সালের একটা পর্বে সিমসনের 20 সেঞ্চুরি ফক্স স্টুডিওর একটা বিলবোর্ড দেখানো হয়েছিল সেখানে নিচে ছোট্ট একটা লাইনে লেখা ছিল এ ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি অর্থাৎ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির একটা শাখা কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় ডিজনি এবং ফক্স একে অপরের প্রতিদ্বন্দী ছিল বাস্তবে তখন 20 সেঞ্চুরি ফক্স ছিল একটা সম্পূর্ণ স্বাধীন স্টুডিও এবং ডিজনির মালিকানার সঙ্গে তার কোন সম্পর্কই ছিল না কিন্তু তারপর কি ঘটলো ঠিক 21 বছর পর 2019 সালে ওয়ার্ল্ড ডিজনি সত্যিই 20 সেঞ্চুরি ফক্সকে কিনে নেয় এরপরেই মানুষ বিস্ময় হতবাক কারণ যেটা সিমসন 1998 সালেই বলে দিয়েছিল সেটাই 2019 সালে বাস্তবে ঘটে যায় আর সিমসনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সাল 2000 সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন এটা ছিল একটা ব্যঙ্গাত্মক দৃশ্য যেখানে দেখানো হয়েছিল লিসা সিমসন ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসেবে অফিসে বসেছেন ঠিক সেই সময়ে সে বলে
আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি কিন্তু চমক এখানেই শেষ না বাস্তবে 2016 সালে ডোনাল্ড ট্রাম্প সত্যিই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ভাবছেন এখানেই শেষ না আসল ধাক্কাটা আরো পরে আসে 2015 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন তাকে একটা এস্কেলেটর দিয়ে নামতে দেখা যায় ঠিক এই একই রকম দৃশ্য সিমসনের একটা পর্বে বহু আগেই দেখানো হয়েছিল একই কোণ থেকে একই ক্যামেরা এঙ্গেল একই রকম ট্রাম্পের ভঙ্গি এবার আমরা সিমসনের এমন একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবো যা পুরো মানবজাতির জন্য বিপ্লব আনতে পারে 1996 সালের একটা পর্বে সিমসন দেখিয়েছিল ফিউশন এনার্জি নামক এক শক্তির কথা যা পরিবেশ দূষণ ছাড়াই বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে পারবে সেই সময় এটা নিছকি বিজ্ঞানের কল্পকাহিনীর মতোই ছিল কিন্তু বাস্তবতা 2022 সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিএকশন ঘটাতে সক্ষম হয়েছেন এটা এমন এক শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চাইতেও কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে কিন্তু কোন বিষাক্ত বর্য তৈরি করবে না বিজ্ঞানীরা বলেছেন 2025 সালের মধ্যেই এর প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে এখন প্রশ্ন হলো সিমসন কিভাবে 29 বছর আগে একটা বৈজ্ঞানিক আবিষ্কার আভাস দিয়েছিল তাহলে কি আমরা 2025 সালে এক নতুন যুগের দৌরগোড়ায় আছি সেটা সময় বলে দিবে আর এই ভবিষ্যৎবাণী কেবল চমকপ্রদয়ই না বরং ভীতিকর 2010 সালে সিমসনের একটা পর্বে দেখা যায় এক বিজ্ঞানী এমন একটা যন্ত্র তৈরি করেছে যা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে এই যন্ত্র মানুষের চিন্তা ভাবনা বদলে দিতে পারে তাদের চিন্তাশক্তি দমন করতে পারে এমনকি তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণও করতে পারে হ্যাঁ তখন পর্যন্ত এটা নিছকই কল্পবিজ্ঞান মনে হয়েছিল কিন্তু কিন্তু আজ বাস্তবে এলন মাস্কের কোম্পানি নিউরালিংক ঠিক এমনই একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে নিউরালিংক এমন এক চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করতে পারবে প্রথম দিকে এর উদ্দেশ্য হবে প্যারালাইসিস রোগীদের সাহায্য করা তবে ভবিষ্যতে এটা মানুষের চিন্তা ভাবনাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো 2025 সালের মধ্যেই এই প্রযুক্তির প্রথম সফল মানব পরীক্ষাও হতে পারে এটাও এক অসম্ভব ভবিষ্যৎবাণী 2020 সালে সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ প্রচলিত মুদ্রার জায়গা নেবে সরকার এবং বড় বড় সংস্থাগুলো ডিজিটাল কারেন্সি ব্যবহারে বাধ্য হবে সাধারণ মানুষ নগদ অর্থের পরিবর্তে ক্রিপ্টো ব্যবহার করবে তখন এটা নিচকি মজার একটা ভবিষ্যৎবাণী বলে মনে হয়েছিল সব 2025 সালেই এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান ইউরোপ এবং চীন ইতিমধ্যেই নিজেদের ডিজিটাল কারেন্সি চালু করেছে বিশ্বের অনেক দেশী কাগজের নোট এবং কয়েনের ব্যবহার কমিয়ে ফেলছে হ্যাঁ ধীরে ধীরে বিশ্ব ক্রিপ্টোকারেন্সির দিকেই এগিয়ে যাচ্ছে তাহলে কি সিমসন আগেভাগেই জেনে গিয়েছিল 2025 সালের দিকেই বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে এটা কি কাকতালীয় ছিল নাকি সত্যিকারের পূর্ব প্রভাস 1995 সালের একটা পর্বে সিমসন দেখিয়েছিল লিসা সিমসন একটা হলোগ্রাফিক ফোন ব্যবহার করছে তার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি থ্রিডি প্রজেকশনের মাধ্যমে সামনে ভেসে উঠছে তখন এটাকে নিছকিব বিজ্ঞানের কল্পকাহিনী বলে মনে হয়েছিল কিন্তু বাস্তবে মেটা এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যেই ঠিক এমন প্রযুক্তি নিয়েই কাজ করছে 2025 সালের মধ্যেই থ্রিডি হলোগ্রাফিক কল বাণিজ্যিকভাবে চালু হতে পারে কল্পনা করুন ভবিষ্যতে ভিডিও কলের বদলে যার সঙ্গে কথা বলছেন সে আপনার সামনে থ্রিডি আকারে উপস্থিত হবে আর এই পুরো প্রযুক্তির ধারণাটা সিমসন 30 বছর আগেই দেখিয়ে দিয়েছিল তাহলে কি বলা যায় আমরা সিমসনের দেখানো ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছি এখন প্রশ্ন একটাই সিমসন এত ভবিষ্যৎ কিভাবে জানে নাকি ভবিষ্যৎ সিমসনের দ্বারাই প্রভাবিত এই রহস্যের জট খুলবে কিনা তা হয়তো সময় বলে দিবে

0 Comments